বিদেশে পলাতক আসামিদের ফেরাতে টাস্কফোর্স গঠন
বিদেশে অবস্থানরত বাংলাদেশের পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের এই টাস্কফোর্স পলাতক আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
গতকাল মঙ্গলবার সরকার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাস্কফোর্সের কাজ হচ্ছে, পলাতক আসামিদের নামের তালিকা প্রণয়ন, বিদেশে আসামিদের অবস্থান চিহ্নিতকরণ, আসামিকে ফিরিয়ে আনার উপায় নির্ধারণ এবং ফেরত আনার কার্যক্রম তদারকি করা।