পিইসি পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষকদের
দাবি পূরণ না হলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।
আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান আহ্বায়ক আতিকুর রহমান। এখানেই প্রাথমিক শিক্ষদের সমাবেশ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ ছিল আজ। রাজধানীসহ আশপাশের জেলার কয়েক হাজার শিক্ষক জড়ো হলে পুলিশ বাধা দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষক নেতা আতিকুর রহমান বলেন, ‘শহীদ মিনারে আজ ১০ হাজারের বেশি শিক্ষক আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার কথা ছিল। আমাদের শান্তপূর্ণ এ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে। এতে আমাদের একজন শিক্ষক আহত হয়েছেন।’
দাবির কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের দাবির মধ্যে রয়েছে বেতন বৈষম্য, তা নিরসনের পাশাপাশি প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে বেতন দেওয়া। এ দাবি আদায় না হলে আমরা আসন্ন পিইসি পরীক্ষা বর্জন করব।’
পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শিক্ষক সমবেত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এর পরই বিপুল পুলিশ ঘিরে ফেলে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। পুলিশ কর্মকর্তারা সমাবেশ না করার জন্য শিক্ষক নেতাদের প্রতি আহ্বান জানান। পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষকরা সমাবেশের কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়।