পংকজ নাথকে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ
ক্যাসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দেওয়ার একদিন পর সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ নাথকেও সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এ নির্দেশ এরই মধ্যে পংকজ নাথকে জানিয়ে দিয়েছেন দলটির সম্পাদক ওবায়দুল কাদের।’
দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ নাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন।
২০০৩ সালে স্বেচ্ছাসেবক লীগের প্রথম সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ নাথ।
এরপর ২০১২ সালে সংগঠনটির দ্বিতীয় সম্মেলনেও মোল্লা মো. আবু কাওসার সভাপতি এবং পংকজ নাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনটির তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে।