চান্দিনার পৌর মেয়র কারাগারে
নাশকতার মামলায় কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক শাহ আলমকেও কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরুল ইসলাম দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এ দুই বিএনপি নেতা। তবে আদালত তাঁদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পৌর মেয়র শাহ মো. আলমগীর খান চান্দিনা খানবাড়ির মরহুম আবদুল বারী খানের ছেলে। শাহ আলম খান একই বাড়ির মরহুম হাছন আলী খানের ছেলে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে চলতি বছরের জানুয়ারিতে চান্দিনায় বাসে অগ্নিসংযোগের ঘটনা করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় শাহ আলমগীর ও শাহ আলম খান এজাহারভুক্ত আসামি।