পায়ুপথে বাতাস দিয়ে শিশু শ্রমিককে হত্যা
বগুড়ার কাহালু উপজেলায় পাটকলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় এক শিশু শ্রমিক মারা গেছে।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার মুরইল আফরিন জুট মিলে তার পায়ুপথে বাতাস দেওয়া হয়।
নিহত আলাল (১২) উপজেলার ঢাকন্তা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। এ ঘটনায় সহকর্মী যতীন কুমারকে (১৫) পুলিশ আটক করেছে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ কুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটকলটিতে শুক্রবার সকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। এ সময় ১১টার দিকে মিলের শ্রমিক যতীন মেশিন দিয়ে আলালের পায়ুপথে বাতাস প্রবেশ করালে সে পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে সে মারা যায়।
পুলিশ পাটকল থেকে যতীনকে আটক করে কাহালু থানায় নিয়েছে। এ ব্যাপারে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, আলালের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।
উল্লেখ, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর কাহালুর এবিসি টাইলস কারখানায় এক শ্রমিক আরেক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে সে অসুস্থ হয়ে মারা যায়।