ময়মনসিংহে শেষ হলো জাতীয় উচ্চাঙ্গ সংগীত উৎসব
‘ঋদ্ধ আবাহনে মাতি উৎসব আনন্দে’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে শেষ হলো তৃতীয় জাতীয় উচ্চাঙ্গ সংগীত উৎসব।
আজ শুক্রবার সন্ধ্যায় আজারবাইজান থেকে টেলিফোনে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই সঙ্গীত উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
উৎসবে দেশের বরেণ্য উচ্চাঙ্গ সংগীত শিল্পীরা তাদের সংগীত পরিবেশন করেন। ভেতরে সংগীতের মুর্ছনা আর বাইরে বৃষ্টির সাথে সুর লয় তালে উৎসবে আমেজে যোগ হয় নতুন মাত্রা। রাত গভীর হচ্ছিল আর ড. রূপসী মমতাজের ভায়োলিনের সুরমুর্ছনায় দর্শকশ্রোতারা মুগ্ধ হন।
সংগীত পরিবেশনার আগে শিল্পীদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি সংগীত উৎসবের আয়োজক।