কুষ্টিয়ায় বাস-বাইক সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/26/photo-1572062112.jpg)
কুষ্টিয়া সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী মোল্লা নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আলামপুরের স্বস্তিপুর এলাকার কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নিহত ইউসুফ আলী মোল্লা উপজেলার জিয়ারখী এলাকার বাসিন্দা। তিনি জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গতকাল সকালে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন ইউসুফ। এ সময় আলামপুরের স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুপুরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইউসুফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় তাঁর।