জি কে শামীমের অস্ত্র মামলা যাচ্ছে জজ আদালতে
বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমসহ তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ মামলার অভিযোগপত্র উপস্থাপন করা হলে বিচারক অভিযোগপত্র ‘দেখিলাম’ বলে মামলাটি বদলির নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাকিবুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব ১-এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামি জি কে শামীমসহ তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র দাখিল করেন। এরপর আজ মামলাটি আদালতে উপস্থাপন করা হলে বিচারক মামলাটির অভিযোগপত্র দেখে বদলির নির্দেশ দিয়েছেন।’
জিআরও আরো বলেন, মামলাটি আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। এরপর সেখান থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে। সেখানেই জি কে শামীমসহ তাঁর সাত দেহরক্ষীর বিচারকাজ অনুষ্ঠিত হবে।
অভিযোগপত্র অনুসারে জি কে শামীম ছাড়া মামলার বাকি আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আমিনুল ইসলাম।
গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র্যাব। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে তিনটি মামলা হয়। এরপর ২১ সেপ্টেম্বর অস্ত্র ও মাদকের দুটি মামলায় জি কে শামীমের পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড এবং গত ২ অক্টোবর অর্থ পাচার আইনের মামলায় পাঁচ দিন ও অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। টানা ১৯ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাঁকে। বর্তমানে দুদকের করা একটি মামলায় সাত দিনের রিমান্ডে রয়েছেন জি কে শামীম।