জেএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ শহরের এইচ এম পি হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র, জেএসসি পরীক্ষার্থী মাহমুদুর রহমান শাওনকে ছুরিকাঘাতের প্রতিবাদে এবং ঘটনায় দায়ী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হাইস্কুলের জেএসসি পরীক্ষার্থীদের আয়োজনে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও দুই শতাধিক জেএসসি পরীক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনের পর এক সমাবেশে বক্তব্য দেন এইচ এম পি হাইস্কুলের সহকারী শিক্ষক মো. সামছুল হুদা, ম্যানেজিং কমিটির সদস্য মো. মজিবুর রহমান, আহত রাকিব আহমদ, অভিভাবক জান্নাতুল ফেরদৌস, আহত শিক্ষার্থী সায়মন, দুর্বার সমীর আদিল, জনি শেখ, মো. আফজল, ফরিদ মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষার্থী শাওনের ওপর হামলাকারী সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এদিকে এ ঘটনায় গতকাল সোমবার শহরের মাইজবাড়ি এলাকার খায়রুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে শহরের রিভারভিউ এলাকায় তিন-চারজন যুবক মিলে মাহমুদুর রহমান শাওনের পেটে ও হাঁটুর নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থল থেকে শাওনের সহপাঠীরা সন্ত্রাসী খায়রুল আমীনকে আটক করে পুলিশে দেয় এবং বাকিরা পালিয়ে যায়।