জলবায়ু পরিবর্তন প্রকল্প পরিদর্শনে পাঁচ রাষ্ট্রদূত

Looks like you've blocked notifications!

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য সাতক্ষীরার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন পাঁচ রাষ্ট্রদূতসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের প্রতিনিধিরা। এ সময় তাঁরা দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা, পানি, হাঁস-মুরগি ও গবাদি পশুপালনসহ নানা কর্মসূচিও প্রত্যক্ষ করেন।

প্রতিনিধিদল এ সময় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর এলাকার কয়েকটি প্রকল্প পরিদর্শনে যান। এ সময় তাঁরা চিংড়ি চাষ, কাঁকড়া মোটাতাজাকরণ, লবণ পানিকে মিষ্টি পানিতে রুপান্তর ও  দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচি দেখেন। কর্মসূচি বাস্তবায়নকারী সাতক্ষীরার বেসরকারি সংস্থা ‘নোয়াবেকি গণমুখী ফাউন্ডেশন’ ও ‘ফ্রেন্ডশিপ’-এর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

১৫ প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগ এসকাজের, ইটালির রাষ্ট্রদূত মারিও পালমা, জার্মানির রাষ্ট্রদূত ড. টমাস হেইনরিচ প্রিনজ, স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্ডু ডি লেইগলেসিয়া ডেল রোসাল এবং ফ্রান্সের রাষ্ট্রদূত জিন পিরে পনচেট। এ ছাড়া  ব্রিটেনের পল ইস্টউড, সুইডেনের ম্যাগনুস আন্দ্রে, ডিএফআইডির কর্মকর্তা ফারজানা মুস্তফা কর্মসূচি পরিদর্শন করেন।

নোয়াবেকি গণমুখী সংস্থার নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান এনটিভি অনলাইনকে জানান, প্রতিনিধিদলটি শ্যামনগরের বুড়িগোয়ালিনী, নোয়াবেকি, আটুলিয়া, বড় কুপোট, ঝাঁপাসহ বিভিন্ন এলাকায় যান। এ সময় তাঁরা প্রকল্পের কাজ তদারককারী কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন।