৫ দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের রায়ের অনুলিপি দিতে হবে
ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের পাঁচ কার্যদিবসের মধ্যে মামলার রায়ের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আদেশে মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ বলা হয়েছে।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর র্যাব হেডকোয়ার্টার্সের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম মো. মহিউদ্দিনকে ছয় মাসের সাজা দেন। তাঁকে সাজা দেওয়ার আদেশের জন্য আপিল করতে কেস রেকর্ডের অনুলিপি পেতে ২৫ সেপ্টেম্বর আবেদন করেন।
কিন্তু এক মাসের বেশি পার হলেও মহিউদ্দিন এখন অনুলিপি পাননি। এ অবস্থায় হাইকোর্টে আবেদন করেন তিনি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বল।