এক সম্পাদক ব্যাংকের চেয়ারম্যানের জীবন ধ্বংস করার হুমকি দিয়েছেন
চলমান শুদ্ধি অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের এ অভিযান চলবে। যারাই অনিয়মের সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।
একজন সম্পাদকের দুর্নীতির বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সম্পাদকও রয়েছেন। তিনি একটি ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করে টাকা চেয়েছেন। টাকা না দিলে এমন লেখা লিখবেন যাতে তিনি ও তাঁর পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনারা ওই সম্পাদকের নাম জানতে চাইবেন না।’
আজারবাইজান সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আজারবাইজানের বাকুতে গত ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে অংশ নিয়ে রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ যারাই এ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি রাতদিন কঠোর পরিশ্রম করছি দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। মানুষের দুঃখ আমি দূর করবই।
বিএনপির বিষয়ে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডিত হয়ে এখন কারাগারে বন্দি। তাদের লোভ এত বেশি যে তারা এতিমের টাকারও লোভ সামলাতে পারেনি। তারেক রহমানও বিদেশে বসে অপকর্ম করে চলেছে।