৭ নভেম্বর উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি

৭ নভেম্বর ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বিএনপির মহাসচিব বলেন, ‘৭ নভেম্বর জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দলের পক্ষ থেকে দিবসটি পালনে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। এর মাঝে রয়েছে ৭ তারিখ সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা, ফাতেহা পাঠ।’
‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৬ অথবা ৮ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাবেশ করার প্রস্তাব এসেছে যৌথ সভা থেকে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে পরে জানিয়ে দেব।’
মির্জা ফখরুল আরো বলেন, এ ছাড়া সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নিজস্ব কর্মসূচি পালন করবে। সারা দেশে সভা-সমাবেশের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালন করা হবে।