এবার দিনাজপুরে ইতালির নাগরিককে গুলি

Looks like you've blocked notifications!

এবার দিনাজপুরে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে তাঁর নাম ডা. পিয়েরে বলে জানা গেছে। তিনি জেলার সুইহারী খ্রিস্টান মিশনের ফাদার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস টার্মিনালসংলগ্ন এলাকায় পিয়েরেকে গুলি করা হয়। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ মুহূর্তে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত।

স্থানীয় লোকজন জানায়, পিয়েরে সুইহারী মিশনে ১২ বছর ধরে কর্মরত। পাশাপাশি তিনি অসহায় রোগীদের চিকিৎসা করেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘আমরা জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছি। আশা করছি, খুব দ্রুতই খুঁজে বের করতে পারব।’

বাংলাদেশে গত দুই মাসে তিন বিদেশি নাগরিককে গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক চেসারে তাভেলা ও ৩ অক্টোবর রংপুরে জাপানের নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া গত ৫ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে ব্যাপ্টিস্ট মিশনের ফাদার লুক সরকারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।