শোকে জ্ঞান হারালেন শিশু ফারজানার মা-বাবা

Looks like you've blocked notifications!
ফারজানার খবর পেয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তার বাবা আবু তালেব। ছবি : এনটিভি

মিরপুরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে শিশু ফারজানা আক্তার (৭)। ওই ঘটনায় আহত হয়েছে তার বোন মরিয়ম আক্তার। এই শোকে ফারজানার বাবা আবু তালেব এবং মা নার্গিস বেগম ঘটনার পর থেকেই  জ্ঞান হারাচ্ছেন।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিলপাড় বস্তিতে ফারজানাদের ঘরে ঢুকে দেখা যায় ওই দৃশ্য।

রাত ৮টার দিকে র‍্যাব সদস্যরা ফারজানার বাবার সাথে দেখা করতে গিয়েও কথা বলতে পারেননি। এরপর সাড়ে ৮টার দিকে ফারজানার ঘরে ঢুকে দেখা যায় তার বাবা নিথর হয়ে শুয়ে আছেন। আবু তালেবের ছোট ভাই আব্দুল করিম তাকে বারবার ডেকেও কোনো সাড়া পাননি।

ওই সময় আব্দুল করিম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ভাই ফারজানাকে দেখার পর থেকে অজ্ঞান হয়ে পড়েন। রাস্তায়ই জ্ঞান হারান। সেখান থেকে ঘরে নিয়ে আসি। একটু পরপর জ্ঞান হারাচ্ছে। ফারজানার মাও জ্ঞান হারাচ্ছে বারবার। পাশের আরেকটি ঘরে মরিয়মকে রাখা হয়েছে। তার পায়ে আঘাত লেগেছে।’

মরিয়ম কাঁদছিল। সে বলে, ‘আমার বোন মারা গেছে। আমিও মরে যাচ্ছিলাম। আল্লাহ বাঁচাইছে।'

ঘরে থাকা কুলসুম নামের আরেক নারী বলেন, ‘ফারজানার মা নার্গিস আপা ঘরে শুয়ে আছেন। ঘরে তালা মেরে রাখা হয়েছে। মানুষজন আসছে কথা বলতে কিন্তু তিনি তো বেহুঁশ হয়ে আছেন।'