হাসপাতালের লিফটে দেড় ঘণ্টা আটকে ছিল রোগী-স্বজনরা

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের এই লিফটে আটকা পড়েছিল একজন রোগী ও তার স্বজনরা। ছবি : এনটিভি

যান্ত্রিক ত্রুটির কারণে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের লিফটে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল একজন রোগী ও তার স্বজনরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের লিফট থেকে উদ্ধার করে। আজ বুধবার সকাল ৭টার দিকে ওই হাসপাতালের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

লিফটে আটকেপড়া রোগী ও স্বজনরা জানায়, আজ সকালের দিকে হাসপাতালের নিচতলা থেকে একজন রোগী ও তার দুই স্বজন লিফটে চড়ে পঞ্চম তলায় যাচ্ছিল। কিন্তু পঞ্চম তলায় পৌঁছার আগেই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে যায় লিফট। অনেক চেষ্টা করেও তারা লিফটের ভিতর থেকে বের হতে পারছিল না। একপর্যায়ে তারা ভিতর থেকে চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করে। বিষয়টি বুঝতে পেরে লিফটের বাইরে অপেক্ষমান দর্শনার্থীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় লিফটের মধ্যে থেকে আটকেপড়া রোগী ও স্বজনদের বের করে আনেন। তবে যখন তারা লিফটে আটকে পড়ে তখন সেখানে কোনো অপারেটর ছিল না।

আটকেপড়া রোগী মেহেদী হাসান বলেন, ‘সকালের দিকে পঞ্চম তলায় যাওয়ার জন্য লিফটে উঠি। কিন্তু মাঝপথে লিফটি নষ্ট হয়ে আটকা পড়ি। অনেক চেষ্টা করে বের হতে পারছিলাম না। প্রায় দেড়ঘণ্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আমাদের উদ্ধার করেন। আটকে থাকা অবস্থায় পুরোটা সময় আতংকে ছিলাম।’

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘আমরা সকাল সোয়া ৮টার দিকে সংবাদ পাই। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে আধাঘণ্টার মধ্যে লিফট খুলতে সক্ষম হই। এরপর আমরা লিফট থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করি।’