ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
ফরিদপুরের মধুখালীতে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। ছবি : এনটিভি

ফরিদপুরের মধুখালীতে এক কিশোরীকে ধর্ষণের দায়ে চুন্নু শেখ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান এ আদেশ দেন।

চুন্নু শেখের বাড়ি মধুখালীর কারণ্যপুর এলাকায়। তাঁর অনুপস্থিতিতে আদালত আজ রায় দিয়েছেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৯ জুলাই মেয়েটি বসতবাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। ওই সময় যুবকটি তাকে জোর করে পাশের আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

ওই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চুন্নু শেখের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) বাবু মোল্লা জানান, ধর্ষণের ফলে ওই কিশোরী গর্ভবতী হতে যায়। বর্তমানে সোনিয়া নামে তার চার বছর বয়সী একটি শিশু আছে। শিশুটি চুন্নু শেখের ঔরসজাত। আদালত তাই চুন্নুকেই সোনিয়ার বাবা হিসেবে গণ্য করেছেন।

বাবু মোল্লা আরো জানান, আদালতের রায়ে বলা হয়েছে, শিশু সোনিয়াকে ২১ বছর বয়স পর্যন্ত ভরণপোষণ করবে সরকার।