অভিজিৎ রায়ের সঙ্গে সম্পৃক্ততার কথা বলেছে ফারাবী : র্যাব
লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে গ্রেপ্তারের পর বেশকিছু তথ্য পাওয়া গেলেও কৌশলগত কারণে তা প্রকাশ করছে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার র্যাব সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ কথা জানান।
মুফতি মাহমুদ খান বলেন, ‘অভিজিৎ রায়ের সঙ্গে তার (ফারাবী) সম্পৃক্ততার ব্যাপারে সে কথা বলেছে। প্রায় পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে অভিজিৎ রায়ের সঙ্গে তাদের পরিচয় হয়। এবং বিভিন্ন সময়ে তথ্যের আদান-প্রদান হয়। যেহেতু অভিজিৎ রায় তাঁর ব্লগে বিভিন্ন রকমের লেখা প্রকাশ করতেন, সেক্ষেত্রে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এই পরিস্থিতিতেই তাদের মধ্যে কানেকশনটা সম্পূর্ণ অফ হয়ে যায়। কারণ তাকে ব্লক করে দেওয়ার ফলে প্রায় দুই বছর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপরেও বিভিন্ন সময় সে মেসেজ টেক্সট করত অভিজিৎ রায়কে, বিভিন্ন বিষয়ে। তার যে টেক্সটগুলো আছে, সেগুলো আমরা আপনাদেরকে (সাংবাদিকদের) জানাব। বিভিন্ন সময় সে কিন্তু অভিজিৎকে মারার জন্য হুমকি দিয়েছিল। হত্যাকাণ্ডের হুমকি দিয়েছিল। সেটা সে স্বীকার করেছে। এবং তার (ফারাবী) বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে যে শেয়ার করেছিল, সেখানেও সংশ্লিষ্টতা পাওয়া যাবে।’
ফারাবী এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ খান বলেন, ‘কখনোই কোনো অপরাধী এ রকম অপরাধের সময় তার সম্পৃক্ততার কথা স্বীকার করে না। উপস্থিতি স্বীকার করে না। তবে যেসব তথ্য-উপাত্ত পেয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে প্রায় এক বছর আগেও তাকে হত্যা এবং প্রাণনাশের হুমকি দিয়েছিল। সেটা আমরা পেয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরেই আসলে প্রকৃত ঘটনা এবং রহস্য উদঘাটিত হবে। যেহেতু আমাদের অভিযানটা বেশিক্ষণ হয় নাই সমাপ্ত হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ-পরবর্তীতে আপনাদের যে সকল প্রশ্ন এখানে উত্থাপিত হচ্ছে...। আসলে এই স্বল্প সময়ের মধ্যে সেগুলোর উত্তর দেওয়া সম্ভব নয়। তবে যেসব তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, সেগুলোর ব্যাপারে সে হ্যাঁ বলেছে এবং অন্যান্য বিষয়ে পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রকাশিত হবে।’
আরো অনেক তথ্য পেলেও কৌশলগত কারণে সেগুলো মিডিয়ায় প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি। যার সঙ্গেই এ ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে বলেও জানান মুফতি মাহমুদ।
আজ ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে গ্রেপ্তার করে র্যাব। পরে সন্ধ্যায় তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।