সিলেটে সীমান্ত সম্মেলন

Looks like you've blocked notifications!
সিলেটে বিজিবি ও বিএসএফের মধ্যে শুরু হয়েছে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন। ছবি : এনটিভি

সিলেটে শুরু হয়েছে চারদিনব্যাপী সীমান্ত সম্মেলন। এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আঞ্চলিক কমান্ডার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আইজি পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তামাবিল আন্তর্জাতিক সীমান্ত সম্মেলন কেন্দ্রে শুরু হয় এ সম্মেলন। সম্মেলনে বাংলাদেশের বিজিবি ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. লতিফুল হায়দার।

অন্যদিকে বিএসএফের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি সুদেশ কুমার।

ভারতীয় প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন বিএসএফ মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং কাচার ফ্রন্টিয়ারের আইজি, ডিআইজিসহ দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে অবৈধভাবে পারাপার ও মাদক চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।