গাজীপুরে লেগুনাচাপায় খাদেম নিহত
গাজীপুরে যাত্রীবাহী লেগুনাচাপায় পাঁচ পীরের মাজারের খাদেম নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সামাদ (৭০) সদর উপজেলার দরগারচালা গ্রামের মৃত নায়েব আলী মাঝির ছেলে এবং স্থানীয় পাঁচ পীরের মাজারের খাদেম।
স্থানীয় ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান জানান, দুপুরে খাদেম আবদুস সামাদ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় শ্রীপুরের মাওনা থেকে জয়দেবপুর-চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনা তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসী খাদেমের লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় হোতাপাড়া পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ভূঁইয়া ওই দুর্ঘটনার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।