শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু

Looks like you've blocked notifications!
সাড়ে চার ঘণ্টা পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : এনটিভি

সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৫টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করায় ফেরি চলাচল শুরুর ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ঘন কুয়াশায় গতকাল বুধবার রাতে মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে। ফেরিগুলোতে রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ ট্রাক ও মাইক্রোবাস। যাত্রী আছেন কয়েক শতাধিক।