নান্দাইলে আ.লীগ কর্মী হত্যা মামলার ৪৭ আসামি জেলহাজতে

Looks like you've blocked notifications!

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কর্মী আবুল মুনসুর ভূঁইয়া হত্যা মামলার ৪৩ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। জেলা আমলি আদালতের বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিন আজ সোমবার এই আদেশ দেন। 

আসামিদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাসানুজ্জামান জুয়েল। 

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিনের কর্মীদের মাঝে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় গত বছরের  ২০ নভেম্বরে আবুল মুনসুর ভূঁইয়া নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত মুনসুর ভূঁইয়ার ছোট ভাই সিরাজুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ সেই মামলায় ময়মনসিংহ ৪ নম্বর আমলি আদালতে আসামিদের মধ্যে ৪৩ জন আসামি হাজিরা দিতে এলে বিজ্ঞ মুখ্য বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিন সবাইকে জেলহাজতে পাঠান।

মামলার অপর তিন আসামি হাইকোর্টের দেওয়া জামিনে আছেন এবং অপর আরেক আসামি আদালতে হাজির হননি।