‘ফাও’ খেয়েছে ছাত্রলীগ, বিপাকে পড়েছে শিক্ষার্থীরা

Looks like you've blocked notifications!

ছাত্রলীগ নেতাদের বাকি ও ‘ফাও’ খাওয়ায় অতিষ্ঠ হয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলের ডাইনিং বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সাধারণ আবাসিক শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে হলের ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়।

তবে ছাত্রলীগ নেতারা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, নিম্নমানের খাবার পরিবেশনের কারণে সাধারণ শিক্ষার্থীরাই ডাইনিং বন্ধ করে দিয়েছেন।

ডাইনিংয়ের ঠিকাদার আজমত আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি আসিফ ও সাধারণ সম্পাদক মারুফসহ একাধিক ছাত্রনেতা হাজার হাজার টাকা বাকি রেখে প্রতিদিন খেয়ে চলেছেন। টাকা চাইলেই অসৌজন্যমূলক আচরণ করেন তাঁরা। এমনকি হুমকিও দেন। এ কারণে বাধ্য হয়েই ক্যানটিন বন্ধ করে দিয়েছি।’

তবে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হলে কোনো ভর্তুকি দেয় না। আমরা বাকি খেলেও মাস শেষে তা দিয়ে দেই। খাবারের মান খারাপ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরাই ক্যানটিন বন্ধ করে দিয়েছে।’

ডাইনিংয়ের খাবারের দাম অনেক বেশি দাবি করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মারুফ বলেন, ‘এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।’

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি স্বীকার না করলেও আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয়। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ক্যানটিনে খাবার সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়া সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাশেদ কবির জানান, এ হলে প্রায় পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থী রয়েছেন। দ্রুত আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।