রাঙামাটিতে শেষ হলো কঠিন চীবর দান

২৪ ঘণ্টার মধ্যেই তুলা থেকে সুতা, আর সুতা থেকে কাপড় তৈরির কঠিন কর্মটির পর আজ শুক্রবার বিকেলে বৌদ্ধধর্মীয় গুরুদের হাতে সেই কাপড় বা চীবর তুলে দিয়েছেন পুণ্যার্থীরা।
রাঙামাটির রাজবন বিহারে বৃহস্পতিবার বেলা ৩টায় যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তার সমাপ্তি হয়েছে। এ সময় চাকমা সার্কেলের প্রধান ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় পুণ্যার্থীদের পক্ষে ২৪ ঘণ্টায় তৈরি করা চীবর বা কাপড় তুলে দেন রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকর মহাথেরোর হাতে।
এ সময় সংসদ সদস্য উষাতন তালুকদার, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সেনাবাহিনীর জোন কমান্ডার কর্নেল শামসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন চাকমা সার্কেল-প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায়, চাকমা রানি ইয়ান ইয়ান, রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ। এ সময় অনুষ্ঠিত দেশনায় বৌদ্ধসাধকরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।