নলছিটিতে বাস পোড়ানোর মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
পেট্রলবোমা ছুড়ে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় ঝালকাঠির নলছিটিতে যুবদল নেতা ও এক জামায়াতকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, গতকাল শুক্রবার রাতে নলছিটির হাসপাতাল সড়কের বাসার সামনে থেকে নলছিটি পৌর যুবদলের সভাপতি লাভলু সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে নলছিটি চায়না মাঠ থেকে ঠিকাদার মো. মাহফুজ খান ও জামায়াতকর্মী জুবায়ের হোসেন শুক্কুরকে গ্রেপ্তার করে পুলিশ।
এঁদের মধ্যে যুবদল নেতা ও জামায়াতকর্মীকে বাস পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলা এবং ঠিকাদার মাহফুজ খানকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
গত ২১ জানুয়ারি বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবদুল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। রাত ১টার দিকে বাসটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌরাস্তায় পৌঁছালে অবরোধকারীরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এরপর বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ২২ জানুয়ারি ৪৯ জনকে আসামি করে নলছিটি থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।