‘জমির ভাগ চাওয়ায় ছেলেরে জঙ্গি বানাইছে’

Looks like you've blocked notifications!
ছেলের মুক্তি দাবি করে আজ শনিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের জাহেদা বেগম। ছবি : এনটিভি

পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় বৈমাত্রেয় ভাইয়েরা পুলিশের যোগসাজশে ছেলেকে জঙ্গি অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে দাবি করেছেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের জাহেদা বেগম। তিনি আজ শনিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। 

জাহেদা মহেশা গ্রামের মৃত পানাউল্লার স্ত্রী। তাঁর ছোট ছেলে অটোরিকশাচালক নবীর হোসেনকে গত ১৮ নভেম্বর পুলিশ নাশকতার মামলায় জড়িত সন্দেহে ‘জামায়াতকর্মী’ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। 

ছেলের মুক্তির দাবি জানিয়ে জাহেদা বেগম বলেন, ‘বাবার রেখে যাওয়া দুই একর জমির অংশ চাওয়ায় বৈমাত্রেয় ভাইয়েরা আমার ছেলেকে গ্রেপ্তার করিয়েছে। আমার ছেলে জামায়াত-শিবির করে না। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক মানুষ গণস্বাক্ষর করে প্রশাসনের কাছে দিয়েছে।’

এ সময় নবীরের স্ত্রী রুমী আক্তার, বড় ভাই একরামুল হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কাউনিয়া থানায় যোগাযোগ করে জানা গেছে, মামলার এজাহারে নবীরের নাম নেই। 

তবে এ ব্যাপারে থানার কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।