রাজন হত্যা মামলায় শামীম কারাগারে

Looks like you've blocked notifications!
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় সাত বছরের দণ্ডাদেশ পাওয়া আসামি শামীম আহমদকে আজ রোববার কারাগারে পাঠানো হয়। ছবি : এনটিভি

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় সাত বছরের দণ্ডাদেশ পাওয়া আসামি শামীম আহমদকে কারাগারে পাঠানোর  নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান শামীম। আকবর হোসেন মৃধার আদালত তা নামঞ্জুর করে শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজনের আইনজীবী মসরুর আহমদ চৌধুরী শওকত জানান, শামীম রাজন হত্যা মামলায় সাত বছরের দণ্ডাদেশ পাওয়া আসামি। তিনি

ওই মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া কামরুল ইসলামের ছোট ভাই।

তাঁদের বাড়ি সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামে।

গত ৮ নভেম্বর রাজন হত্যা মামলার রায় ঘোষিত হয়। ওই মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ, একজনের যাবজ্জীবন, তিনজনকে সাত বছর করে কারাদণ্ড, দুজনকে এক বছর করে কারাদণ্ড ও তিনজনকে খালাস দেওয়া হয়।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এ সময় ঘাতকরা নির্যাতনের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে, যা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।