কুমিল্লায় আটক চার বিদেশি রিমান্ডে
অনুপ্রবেশের দায়ে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর এলাকা থেকে আটক চার বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুনতাসির আহাম্মেদ প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এঁরা হলেন আফ্রিকা মহাদেশের কঙ্গোর থমাস ওকো, কিংডম অব লেসিথোর আবদু নাসারা, গিনির হামিদ সামারা ও ক্যামেরুনের এম মির জুসাং।
কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ চারজনকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ নভেম্বর ভোরে বিবির বাজার স্থলবন্দরসংলগ্ন সীমান্ত এলাকা থেকে চার বিদেশিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। বিজিবি বাদী হয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ আইনে চারজনের বিরুদ্ধে মামলা করে।
২০ নভেম্বর সন্ধ্যায় চারজনকে আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাঁদের কাছে ভারতীয় মেয়াদোত্তীর্ণ ভিসা পাওয়া গেছে। তবে বাংলাদেশে প্রবেশের অনুমতিপত্র ছিল না তাদের।
পুলিশ ধারণা করছে, আটককৃতরা আন্তর্জাতিক চোরাচালানের সদস্য হতে পারেন।