সিলেটে শিশু সাঈদ হত্যা মামলা

দ্বিতীয় দিনে ৬ জনের সাক্ষ্যগ্রহণ

Looks like you've blocked notifications!
স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলার চার আসামিকে আজ রোববার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবি : এনটিভি

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলার দ্বিতীয় দিনে আজ রোববার ছয়জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সকাল সাড়ে ৯টা থেকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত সাক্ষ্যগ্রহণ হয়।

এর আগে গত বৃহস্পতিবার পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ। রাষ্ট্রপক্ষে মামলায় ৩৭ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মালেক এনটিভি অনলাইনকে জানান, আজ রোববার ১০ জনের সাক্ষ্যগ্রহণ করার কথা থাকলেও সময়ের অভাবে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আগামী কাল পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। 

গত ১৭ নভেম্বর চার আসামিকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন ট্রাইবুনালের বিচারক আব্দুর রশীদ।

আসামিরা হচ্ছেন পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, র‌্যাবের কথিত সোর্স গেদা, ওলামা লীগ নেতা রাকিব ও মাসুম।

গত ১১ মার্চ নিখোঁজের পর ১৪ মার্চ রাতে নগরীর ঝর্ণারপাড় এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে উদ্ধার করা হয় চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদের বস্তাবন্দি লাশ। এরপর সাঈদের বাবা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।