ফারাবী ১০ দিনের রিমান্ডে
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে ফারাবীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান।
গতকাল সোমবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ফারাবী অভিজিৎ রায়কে হত্যার হুমকি দিয়েছিলেন বলে স্বীকার করেছেন, জানিয়েছেন র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
আরো অনেক তথ্য পেলেও কৌশলগত কারণে সেগুলো মিডিয়ায় প্রকাশ করা যাচ্ছে না বলে জানান মুফতি মাহমুদ। যার সঙ্গেই এ ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফারাবীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
গত বৃহস্পতিবার টিএসসির কাছে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন মার্কিন নাগরিক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও হামলায় গুরুতর আহত হন।