হিলিতে ১৮৫ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ

Looks like you've blocked notifications!

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১৮৫ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা।

গতকাল রোববার এক অভিযান চালিয়ে হিলি তল্লাশিচৌকির (বিওপি) বিজিবি সদস্যরা কাঠগুলো জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে হিলি সীমান্তের কাছে ভীমপুর বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটের দিকে রওনা দেয়। এ সময় হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা ওই বাসটি থামিয়ে তল্লাশি করেন। ওই সময় বাসের ছাদের ওপর চারটি প্লাস্টিকের বস্তায় ভারতীয় ১৮৫ কেজি চন্দন কাঠ জব্দ করেন তাঁরা।

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান জানান, আটক কাঠগুলোর মূল্য ৮২ লাখ ৮০ হাজার টাকা।