বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সায়রা মহসিন
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার বেলা সোয়া ১১টায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
জাতীয় সংসদ সদস্য (এমপি) পদের উপনির্বাচনে ১১ নভেম্বর মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়। তাঁরা হলেন জাতীয় পার্টির সৈয়দ নুরুল হক, বিএনএফের জাতীয় নির্বাহী আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন (আশরাফ), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশেদ ও সুহেল আহমদ।
আগামী ৮ ডিসেম্বর এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ৩০ নভেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। তাঁর মৃত্যুর পর শূন্য হয় মৌলভীবাজার-৩ আসনটি।