আলোচনা, সর্বদলীয় মন্ত্রিসভা, নির্বাচনের পরামর্শ আইসিজির

Looks like you've blocked notifications!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে বাংলাদেশে চলমান সহিংসতা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে ব্রাসেলসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। একই সঙ্গে সংকট সমাধানে এবং গণতন্ত্রের ধারায় ফিরে আসতে একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করে নতুন নির্বাচনের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে গ্রুপটি।

চলমান ও সম্ভাব্য সংঘাত বিষয়ে সংস্থাটির  মাসিক বুলেটিন ‘ক্রাইসিস ওয়াচ’-এ এসব কথা বলা হয়েছে। গতকাল সোমবার বুলেটিনটি প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশকে সংঘাতের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই ঝুঁকিতে আরো একটি দেশ রয়েছে– ইয়েমেন। 

বুলেটিনে বলা হয়েছে, ‘বাংলাদেশে রাজনৈতিক সংকট অব্যাহত রয়েছে। এ কারণে হুমকির মুখে পড়েছে দেশটির স্থিতিশীলতা। বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে দেশব্যাপী অবরোধ ও সরকারবিরোধী আন্দোলনে গত জানুয়ারি মাস থেকে চলা সহিংসতায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মামলায় হাজিরা না দেওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দুর্নীতিবিরোধী একটি আদালত। এই পরোয়ানা তামিল করা হলে সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

আইসিজি পরামর্শ দিয়ে বলেছে, ‘২০১৪ সালে নির্বাচনের ফলাফল হিসেবে বাংলাদেশে সহিংসতা শুরু হয়। দেশটির স্বাধীনতা-উত্তর প্রধান দুটি রাজনৈতিক দলকে অবশ্যই এই রাজনৈতিক অচলাবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে, যা তাদের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের ধারায় ফিরতে আলোচনা করতে হবে এবং নতুন নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনে কাজ করতে হবে।’ 

মাসিক এই বুলেটিনে বলা হয়, ‘গত ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জামায়াতে ইসলামীকে মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের সঙ্গে তুলনা করেছেন। সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বিভিন্ন সুশীল সমাজ। ফেব্রুয়ারির শুরুতেই (প্রকৃতপক্ষে জানুয়ারির) দেশজুড়ে অবরোধের কারণে অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের সমালোচনা করেছে তারা। সাবেক বিচারপতি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্প্রতি গঠিত একটি কমিটিও আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসতে চাপ দিয়ে যাচ্ছে। গত মাসের মাঝামাঝি সময়ে জাতিসংঘ মহাসচিবও শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গঠনমূলক সংলাপের আহ্বান জানান।’

‘ঢাকার বিএনপির কার্যালয়ে খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় অবস্থান করছেন। ১১ ফেব্রুয়ারি পুলিশ সাময়িকভাবে তাঁর খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের পোস্টার ছাপানোর অভিযোগে একটি সংবাদপত্রের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার করা বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা আবদুস সুবহানের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।’ 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি স্বাধীন, অলাভজনক বেসরকারি সংস্থা। বিশ্বের চারটি মহাদেশে সংকটে থাকা ৬০টি দেশ ও ভূখণ্ডের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধে কাজ করে সংস্থাটি।