যশোরে 'গণপিটুনির' শিকার আরেকজনের মৃত্যু

Looks like you've blocked notifications!

যশোরে শিবির সন্দেহে 'গণপিটুনির' শিকার আরেক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম কামরুল আহসান (২২)। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কামরুলের বাড়ি বাঘারপাড়া উপজেলার ছোটখুদরা গ্রামে।

যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আকবর আলী জানান, গুরুতর আহত অবস্থায় কামরুল যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।        

গতকাল বিকেলে শিবিরকর্মী সন্দেহে তিন ছাত্রকে 'গণপিটুনি' দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগকর্মীরা। গণপিটুনিতে গতকালই হাবিবুল্লাহ (২২) মারা যান। পরে গুরুতর আহত কামরুল ও আল মামুনকে (২২) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে কামরুল মারা যান। হতাহতরা সবাই যশোর এমএম কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তবে ছাত্রলীগকর্মীরা গণপিটুনির বিষয়টি অস্বীকার করেছেন।

কামরুলের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তিরা এমএম কলেজের পূর্ব পাশে নির্ঝর নামে একটি মেসে থাকতেন।