বগুড়ার সদর উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২২

বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদার হেনাকে আটক করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
এ ছাড়া গতকাল সোমবার রাতে পুলিশ বগুড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২১ নেতা-কর্মীকে আটক করে। জেলা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
বিএনপির নেতা-কর্মীরা জানায়, আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের সূত্রাপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালায় যৌথবাহিনী। তাঁকে না পেয়ে পরে যৌথবাহিনীর সদস্যরা একই এলাকায় আলী আজগরের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। পৌনে ৬টার দিকে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। তখন তিনি বাড়িতে ছিলেন না।