নওগাঁয় ২৮ পেট্রলবোমা উদ্ধার, আটক ৬
নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশের একটি গলি থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর মডেল থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান, হরতাল-অবরোধে নাশকতা চালানোর জন্য দুর্বৃত্তরা পেট্রলবোমাগুলো জমা করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, বোমা মজুদকারীদের আটক করতে রাত থেকেই পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ছয় যুবককে আটক করা হয়েছে। এ সময় তিনি ‘তদন্তের স্বার্থে’ আটক ব্যক্তিদের নাম জানাতে চাননি।
পেট্রলবোমা উদ্ধারের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এল কে সরকার, সদর থানার ওসি মো. জাকিরুল ইসলামসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা হেফাজতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছিল।