রুয়েট

আগামীকাল থেকে আইসিসিই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

Looks like you've blocked notifications!

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথমবারের মতো কম্পিউটার অ্যান্ড  ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (আইসিসিই) বিষয়ক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আইসিসিই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনির্বাণ মুখোপধ্যায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষক) প্রকৌশলী মো. ইনামুল কবীর।

দুইদিনব্যাপী আয়োজনে বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশ নিবেন। শুক্রবার সন্ধ্যায় এ সম্মেলন শেষ হবে।