চট্টগ্রামে জোড়া খুন

অধিকতর তদন্তের নির্দেশ

Looks like you've blocked notifications!

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ে দরপত্র আহ্বানকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে জমা দেওয়া অভিযোগপত্রটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আকতার কাকনের আদালত বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ নির্দেশ দেন। এর আগে সকালে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, শুনানিকালে আদালত অভিযোগপত্রটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।

গত সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিকুর রহমান চৌধুরী অভিযোগপত্রটি নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর কাছে জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২৪ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ে এক কোটি ১০ লাখ টাকার দরপত্রকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন যুবলীগ নেতা সাজু পালিত ও শিশু আরমান (৮)।

অভিযোগপত্রে যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও ছাত্রলীগের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনসহ ৬২ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়। এজাহারের ২৬ আসামিকে অব্যাহতি দিতে আদালতের কাছে সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।