সিলেটে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ

Looks like you've blocked notifications!
মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দেশটির জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। ছবি : এনটিভি

মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘‌স্বাধীনতা চেতনা মঞ্চ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ, জাসদ, সম্মিলিত নাট্য পরিষদ ও গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় নেতা-কর্মীরা পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানান।

মানববন্ধন চলার সময় এক সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জাসদের মহানগরের সভাপতি জাকির আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু প্রমুখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালে অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু এরপর থেকেই পাকিস্তান ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে আসছে। তবে তাদের বক্তব্যে আবারও মুজাহিদ-সাকার যুদ্ধাপরাধ প্রমাণিত হয়েছে। এ সময় বক্তারা পাকিস্তানের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা স্থানীয় দৈনিক সিলেটের ডাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ‘শহীদ’ আখ্যায়িত করায় তীব্র নিন্দা জানান। শেষে পত্রিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।