ঝিনাইদহে ডাকাতি, গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রহমতপুর নামক স্থানে ঝিনাইদহ-যশোর সড়কে একটি নসিমনে ডাকাতি হয়েছে। ডাকাতরা মনিরুদ্দিন (৩৩) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে গরু বিক্রির তিন লাখ টাকা লুট করেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মনিরুদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত মনিরুদ্দিন ও তাঁর এক সহযোগী যশোরের সাতমাইল বাজারে গরু বিক্রি করে নছিমনে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা মহাসড়কের রহমতপুর নামক স্থানে পৌঁছালে পাঁচ-ছয়জন সশস্ত্র ডাকাত তাঁদের গতিরোধ করে। ডাকাতরা তাঁদের দেহ তল্লাশি করতে চাইলে তাঁরা বাধা দেন। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে মনিরুদ্দিনকে কুপিয়ে হত্যা করে তাঁর কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। মনিরুদ্দীনের এক সহযোগী এ সময় জীবন বাঁচাতে পালিয়ে যান। ওসি জানান, পুলিশ নসিমনচালককে সঙ্গে নিয়ে রাত ৯টা থেকে এলাকায় অভিযান শুরু করেছে। নিহত গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।