শৈলকুপায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, সকালে মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় হাত-পা বেঁধে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হতে পারে।