বর, কনের বাবাসহ ৭ জনকে কারাদণ্ড
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে বর, কনের বাবাসহ সাতজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মহেশপুরের সুন্দরপুর গ্রামের বাসিন্দা বর কামরুজ্জামান (২০), তাঁর ভগ্নিপতি ঝিনাইদহ সদর উপজেলার নৈহাটি গ্রামের ফারুক হোসেন (২৮), মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের সাইফুল ইসলাম (৩০), এসবিকে ইউনিয়নের বেলেঘাট গ্রামের হাসান আলী (১৮), সুন্দরপুর গ্রামের মঙ্গল মণ্ডল (৫০), কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের বিপুল হোসেন (১৮) ও কনের বাবা সুন্দরপুর গ্রামের অহেদুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সুন্দরপুর গ্রামের অহেদুল ইসলামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৩) সঙ্গে একই গ্রামের ছেলে কামরুজ্জামানের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ইউএনও আশাফুর রহমান। তিনি সাতজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সাজা পাওয়া ব্যক্তিদের বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলহাজতে পাঠানো হয়।