রোগী আগে দেখানো নিয়ে চিকিৎসকের ওপর হামলা

Looks like you've blocked notifications!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আগে দেখানোকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন চিকিৎসকসহ পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের ফুল মিয়া ও চাটপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আতাব উল্লাহর মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহত লোকজন চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। একপক্ষের রোগী দেখার সময় অপর পক্ষের লোকজন তাঁদের আগে দেখার জন্য কর্তব্যরত চিকিৎসকদের ওপর চাপ প্রয়োগ করেন। কিন্তু চিকিৎসক গুরুতর আহতদের আগে চিকিৎসা দিতে থাকেন। এতে করে চিকিৎসকদের ওপর চড়াও হয় আতাব উল্লাহর লোকজন। 

ওই ঘটনায় চিকিৎসক মীরা পাল, রাজীব দত্ত, লতিফসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় পুলিশ আতাব উল্লাহ ও তাঁর ছেলে সালাউদ্দিনসহ চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন ওসি অমূল্য কুমার চৌধুরী।