দিনাজপুর পৌরসভার মেয়র পদে সৈয়দ জাহাঙ্গীরকে বিএনপির প্রার্থী ঘোষণা

Looks like you've blocked notifications!
দিনাজপুর পৌরসভার মেয়র পদে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. লুৎফর রহমান মিন্টু। ছবি : এনটিভি

দিনাজপুর পৌরসভার মেয়র পদে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির এক জরুরি সভা শেষে বর্তমান মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. লুৎফর রহমান মিন্টু।

এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা দলের নেত্রী মোছা. ইসমিনা বেগম আঙ্গুর, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মোছা. আফরোজা বেগম মালা, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও পৌর মহিলা দলের আহ্বায়ক শাহিন সুলতানা বিউটি এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের নেত্রী মোছা. সায়েকা বেগমকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

অপরদিকে ১২টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন ৪ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য মো. মিজানুর রহমান সাজু, ৫ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, ১০ নম্বর ওয়ার্ডে পৌর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. কবিরুল ইসলাম জুয়েল ও ১১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেনকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। অন্য আটটি ওয়ার্ডে দু-একদিনের মধ্যে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

গতকাল শুক্রবার বেলা ৩টায় জেল রোডে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ মো. লুৎফর রহমান মিন্টু। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ মাহবুব আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল হালিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামান, জেলা কৃষক দলের সভাপতি আলহাজ আফতাব উদ্দীন আহমেদ মণ্ডল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, পৌর বিএনপির সভাপতি আলহাজ মাওলানা সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, পৌর মহিলা দলের আহ্বায়ক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, পৌর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. কবিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমুখ।

জরুরি সভায় পৌর বিএনপির সহসভাপতি মো. সিরাজ আলী সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, ছাত্রদল নেতা মহিউদ্দীন আহম্মেদ মণ্ডল বকুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতী দল, তরুণ দলসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় সব ভেদাভেদ ভুলে দলের প্রতিটি নেতা-কর্মীকে মেয়র পদে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কাউন্সিলর পদে বিএনপির দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানানো হয়।