দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক আলহাজ লিয়াকত আলী আর নেই
দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ লিয়াকত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। গতকাল শনিবার রাত ১২টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিন রাত ২টার দিকে ঢাকার মগবাজারে কুইন্স গার্ডেন চত্বরে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে খুলনার উদ্দেশে রওনা দেন স্বজনরা।
কয়েক দিন ধরে আলহাজ লিয়াকত আলী জ্বরে ভুগছিলেন। এ ছাড়া ছয় মাস ধরে তাঁর সহধর্মিণী ও দৈনিক পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌসী আলীর চিকিৎসার কাজে সময় পার করছিলেন।
ক্যানসারে আক্রান্ত ফেরদৌসী আলীকে নিয়ে লিয়াকত আলী মানসিক চাপে ছিলেন। গত রাতে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হলে দ্রুত তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলহাজ লিয়াকত আলীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মৃত্যুর আগে লিয়াকত আলী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপারসন, খুলনা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত মরহুমের একমাত্র ছেলে মোহাম্মদ আলী সনিকে জানানো হলে তিনি দেশের উদ্দেশে রওনা হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে মরদেহ রাখা হবে। ছেলেমেয়েরা আসার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
রাতেই এটিএন বাংলার এম এম হাবিব, এনটিভির আলহাজ আবু তৈয়ব, দৈনিক জন্মভূমির প্রধান প্রতিবেদক সোহবার হোসেনসহ সাংবাদিক নেতারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান।