নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে রাবিতে গণস্বাক্ষর

Looks like you've blocked notifications!
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে দুর্গ’ স্লোগান সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাধুরী রায় চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাধুরী রায় চৌধুরী বলেন, নারী ও কন্যাশিশুরা সমাজে নির্মমভাবে অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে। এবং সমাজে নারী-পুরুষের যে বৈষম্য তুলে ধরা হচ্ছে, তা দূর করা ও নারীদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান, আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহীন জোহরা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।