চলে গেলেন সৈয়দ আশরাফের চাচা ওয়াহিদুল ইসলাম
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচা সৈয়দ ওয়াহিদুল ইসলাম আর নেই। মঙ্গলবার রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সৈয়দ ওয়াহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি পট্টু মিয়া নামে নিজের এলাকায় সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওয়াহিদুল ইসলামের পরিবারের সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকায় নিজের বাসায় অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যু সংবাদে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁর বাসভবনে ছুটে যান।
মরহুমের ছেলে অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানিয়েছেন, ওয়াহিদুল ইসলামের প্রথম জানাজা বুধবার বাদ জোহর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি বীর দামপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
জানাজা ও দাফন কার্যক্রমে মরহুমের ভাতিজা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অংশ নেবেন বলেও সৈয়দ আশফাকুল ইসলাম জানিয়েছেন।