যশোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Looks like you've blocked notifications!

যশোরের অভয়নগরে ‘নসো বাহিনী ও জিয়া বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল  মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানাগাতি শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিদ্যুৎকুমার রায়। তিনি চরমপন্থী নসো বাহিনীর প্রধান ছিলেন বলে দাবি পুলিশের। জিয়া বাহিনীও একটি চরমপন্থী দল বলে জানা গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন জানান, গতকাল রাতে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে গুলিবিদ্ধ বিদ্যুৎকুমার  রায়কে উদ্ধার করে ভোর ৪টার দিকে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করে।

ওসি আরো জানান, বিদ্যুৎকুমার রায়ের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক,  চাঁদাবাজিসহ নয়টি মামলা ছিল।