দেশে ফিরছেন আরো ৪৮ অভিবাসনপ্রত্যাশী

Looks like you've blocked notifications!
৪৮ অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনতে মিয়ানমারে বাংলাদেশের প্রতিনিধিদল। ছবি : এনটিভি

মিয়ানমার থেকে দেশে ফিরছেন অভিবাসনপ্রত্যাশী আরো ৪৮ জন বাংলাদেশি। আজ বুধবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে মিয়ানমার যায় বাংলাদেশের প্রতিনিধিদল।

২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজারের ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।

মিয়ানমার যাওয়ার আগে ইমরান উল্লাহ সরকার জানান, প্রতিনিধিদলের পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান। কক্সবাজার জেলা প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরাও দলে রয়েছে।

এ ছাড়া দুপুর ১টার দিকে ঢেঁকিবুনিয়া বিজিপি ক্যাম্পে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা অনুষ্ঠিত হবে বলেও জানান কর্নেল ইমরান উল্লাহ সরকার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, দেশে ফিরে আসার পর তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা, যাতায়াত খরচসহ সব ধরনের সহায়তা দেবে আইওএম।

এর আগে মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে ছয় দফায় ৭২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।