সাতক্ষীরায় সুন্দরবনের জীবিত হরিণ উদ্ধার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার রাতে বনসংলগ্ন তুষখালী গ্রামে রশি দিয়ে বাঁধা অবস্থায় হরিণটিকে উদ্ধার করা হয়।
শ্যামনগরের চুনকুড়ি ফরেস্ট স্টেশন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গোপন সূত্রে তাঁর কছে খবর আসে যে চোরা শিকারিরা সুন্দরবন থেকে একটি হরিণ ফাঁস লাগিয়ে শিকার করে গ্রামের মধ্যে এনে জবাই করার পরিকল্পনা করছে। তিনি এ সময় ফাঁড়ির কয়েকজন সিপাইকে সাথে নিয়ে দ্রুত মুন্সীগঞ্জ ইউনিয়নের তুষখালী এলাকায় গিয়ে হরিণটিকে রাস্তার ধারে জঙ্গলের আড়ালে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় হরিণটির বাঁধন খুলে দেওয়া হয়।
শফিকুল ইসলাম আরো বলেন, আঘাতজনিত কারণে হরিণটি খানিকটা অসুস্থ। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য দেওয়া হচ্ছে। সুস্থ হলে হরিণটিকে ফের বনে ছেড়ে দেওয়া হবে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি বন বিভাগ। তবে শ্যামনগর থানায় একটি মামলা করেছে তারা।